সম্প্রতি মহানগরীর বুকে ঘটে এক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। বিগত কয়েকদিন ধরেই স্মার্ট মিটারের প্রসঙ্গে সরগরম হয়ে উঠেছে রাজ্য। বহু গ্রাহক ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে স্মার্ট মিটার বাসনোর পরে বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসছে। এই আবহেই এবার বড় সিদ্ধান্ত নিল সরকার।
বাংলার কোনও বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না, জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী বলেন, কেন্দ্রের নির্দেশ মতো রাজ্যের কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার বসানো শুরু হয়। তবে এই নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে।
তাই রাজ্যের কোনও বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না। আগের মতো পোস্ট পেইড পদ্ধতিতেই ইলেকট্রিক বিল দেওয়া যাবে। যেসকল বাড়িতে ইতিমধ্যেই স্মার্ট মিটার বসানো হয়ে গিয়েছে, সেগুলিকে আগের মিটারের মতোই ধরতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।
