বড় জয় তৃণমূলের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিজেপির গড়ে ৬৫টি আসনে জয়ী হল তৃণমূল। মাত্র ২টি আসনে জিতেছে পদ্ম শিবির।

খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘খাসতালুকে’ এই ফলাফল হয়েছে। শহর থেকে গ্রাম, বিগত কয়েক মাসে রাজ্যের নানান প্রান্তে সমবায় ভোট হয়েছে। এগরার চোরপালিয়া সমবায় সমিতি নির্বাচন ছিল। ৬৭টি আসন বিশিষ্ট এই সমবায় সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল।

ভোটগণনা শেষ হওয়ার দেখা যায়, ৬৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। বাকি ২টি আসনে জিতেছে বিজেপি। এই সমবায় সমিতির ভোটে প্রথমে শোনা যায়, বাম-বিজেপি একজোট হয়ে লড়াই করছে। এই বিষয়ে ঝাড়েশ্বর বেরা নামের সিপিএমের এক জেলা নেতা বলেন, ‘জোটের অভিযোগ সঠিক নয়। তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করেছে। জয়ী হতে পারবে না ভেবে ভোট লুট করে জিতেছে’।