05
Oct
এতদিন দেশের আটটি বড় শহরে আবাসনের চাহিদা বৃদ্ধি হতে থাকলেও এবার তা বাড়ছে টিয়ার ২ ও ৩ বা ‘শ্যাডো সিটি’গুলিতেও। হাউসিং ডট কমের রিপোর্ট অনুসারে, এই প্রবণতা স্পষ্ট হচ্ছে লকডাউন-পরবর্তী সময়ে। ‘টাইম ফর ইন্টারনাল গ্লোবালাইজেশন – স্মল সিটিজ সেটিং দ্য টোন ফর রিভাইভাল’ শীর্ষক ‘থিংক পিস’ অনুযায়ী এই অনলাইন প্লাটফর্ম প্রত্যক্ষ করেছে যে ‘শ্যাডো সিটি’গুলি (টিয়ার ২ ও ৩ শহর) থেকে ভার্চুয়াল রেসিডেন্সিয়াল ডিমান্ড বেড়ে চলেছে। সম্প্রতি প্রকাশিত ‘ভার্চুয়াল রেসিডেন্সিয়াল ডিমান্ড ইনডেক্স’ জানাচ্ছে, ছোটো শহরগুলি থেকে আবাসনের চাহিদা বাড়তে থাকলেও তা উল্লেখযোগ্য হয়ে ওঠে আগস্ট মাসে। দেশ আনলক ৪.০ স্তরে প্রবেশের পর মেট্রো শহরগুলিকে ছাপিয়ে এই ইনডেক্স ‘শ্যাডো সিটি’গুলিতে হয়েছে…
