07
Oct
উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ধসে বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই উত্তরবঙ্গে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি পৌঁছান মিরিকের দুধিয়ায়। সেখানে ধসে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ও দুর্গত বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন। আগেই নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এ দিন দুধিয়ায় সেই ১২টি মৃত পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক নিজ হাতে তুলে দেন তিনি। পাশাপাশি জানান, নিহতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। এই নিয়োগে শিক্ষাগত যোগ্যতা ও দৈহিক উচ্চতার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেও আশ্বাস দেন মমতা। ক্ষতিগ্রস্ত এলাকায় আপাতত কমিউনিটি কিচেন চালু রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের জন্য অন্তত এক…
