06
Dec
শ্রীতমা ভট্টাচার্য্য একটা সামান্য প্রশ্ন রাতের বেলা মেয়েদের বাইরে বের হওয়া ঠিক কতটা নিরাপদ? ঠিক কত রাত? সময়টা নির্দিষ্ট করে বললে সুবিধে হয় সবারই। অঞ্চল ভেদে এই সময় পরিবর্তন হয়। কারও বাড়িতে রাত ন'টা বা কারও বাড়িতে সন্ধ্যা ছ'টা। বান্ধবীদের মুখে একটাই কথা 'আমাকে তো ন'টার মধ্যে ফিরতেই হবে।' তবে সবার পক্ষে কি আদৌ সম্ভব এই বিধিনিষেধ মানা? তা মানলে কি আজ মঙ্গলযান, চন্দ্রযানের সাফল্যে কোনও মহিলার কথা খবরের কাগজে উঠে আসত? উত্তরটা হয়তো কারও জানা নেই ঠিক কটার মধ্যে, কোথায় ফিরলে ওরা নিরাপদ। প্রসঙ্গ যখন নারীশিক্ষা, বা নারী স্বাধীনতা, তখন অসংখ্য কাগজে অসংখ্য লেখা। ভাবতে অবাক লাগে, একবিংশ শতাব্দীতে…
