13
Jun
তিন মাসের বেশি সময় ধরে চলছে যুদ্ধ৷ রুশ আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন৷ প্রায় পুরোপুরি রুশ সেনার দখলে চলে গিয়েছে মারিয়ুপোল শহর৷ এই পরিস্থিতিতে মাথাচাড়া দিয়েছে অন্য এক সঙ্কট৷ অচিরেই এই শহরে কলেরা সংক্রমণ বড়সড় আকার নিতে পারে বলে আশঙ্কা৷ গোটা ইউক্রেনে স্বাস্থ্য পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে৷ এরই মাঝে বাড়তে শুরু করেছে কলোরা সংক্রমণ৷ এই সংক্রমণ ঝড়ের গতিতে ছড়াতে থাকলে পরিস্থিতি কোন পর্যায়ে দাঁড়াবে তা ভেবে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেনের প্রতিরক্ষা দফতর৷ শুক্রবার ব্রিটেনের প্রতিরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, গত মে মাস থেকেই মারিয়ুপোলে সংক্রমিতের সংখ্যা বাড়তে শুরু করেছে৷ স্বাস্থ্য পরিষেবা প্রায় তলানিতে ঠেকেছে৷ ইতিমধ্যেই খেরসন অঞ্চলে দেখা দিয়েছে ওষুধ-সঙ্কট৷ মারিয়ুপোল নিয়ে আশঙ্কার…
