05
Dec
মৎস্যজীবীদের জালে মাঝেমধ্যেই হাঙ্গর ধরা পড়লেও, এত বিশাল আকারের হাঙ্গর কোনোদিন দেখেননি উপকূলবাসী। বাংলা–ওড়িশা সীমান্তের তালসারি উপকূলে এবার ধরা পড়ল প্রায় ৫০ কুইন্টাল ওজনের এক বিশাল আকারের হাঙ্গর। গভীর সমুদ্রে মাছ ধরার সময় প্রথমে একটি নৌকার জালে উঠে আসে হাঙ্গরটি। কিন্তু তার বিশাল আকার ও শক্তির কারণে সেটিকে নিয়ন্ত্রণে আনতে চরম সমস্যায় পড়েন মৎস্যজীবীরা। পরে আরেকটি নৌকাকে খবর দেওয়া হলে দুই নৌকার মৎস্যজীবীরা মিলিত চেষ্টায় হাঙ্গরটিকে নৌকায় তুলতে সক্ষম হন। উপকূলে আনার পর মুহূর্তের মধ্যেই তালসারি সমুদ্রসৈকতে ভিড় জমে যায় স্থানীয় মানুষ ও পর্যটকদের। স্থানীয় সূত্রে খবর, এত বড় আকারের হাঙ্গর অতীতে এই অঞ্চলে খুব একটা দেখা যায়নি। ধারণা করা…
