06
Apr
হু হু করে বাড়ছে পেট্রোলের দাম। লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি জ্বালানিতে। পেট্রোল আগেই 'সেঞ্চুরি' করেছিল, এবার রাজ্যে ১০০ পেরোল ডিজেলও। বাংলার ছয় জেলায় আপাতত লিটার প্রতি ১০০ টাকা পার করেছে ডিজেল। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নদীয়ায় ১০০ টাকা পার করে ফেলেছে ডিজেল। কলকাতাতেও 'সেঞ্চুরি' করার পথেই ডিজেলের দাম। এটাই রাজ্যে ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড। পেট্রোলের দামে দেশ সর্বকালীন রেকর্ড ইতিমধ্যেই ছুঁয়েছিল। এই নিয়ে ১৫ দিনে ১৩ বার দাম বেড়েছে জ্বালানির। এই সময়ে পেট্রোল এবং ডিজেল দুইয়েরই দাম বেড়েছে ৯ টাকার বেশি। তবে এইভাবে মূল্যবৃদ্ধি হলে কী প্রভাব পড়বে সাধারণের পকেটে? তার কিঞ্চিৎ উত্তর এখন মিলছে। অর্থনীতিবিদরা জানাচ্ছেন, ডিজেলের দাম বাড়ার…