02
Mar
করোনা সংক্রমণের আবহেই আবার শুরু হচ্ছে পরীক্ষা। করোনা ভাইরাস পরিস্থিতির মাঝেই এবার অফলাইনে হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। টানা দু'বছর পরীক্ষা দেওয়া তো দূর, স্কুলে গিয়ে এক সঙ্গে ক্লাস করা হয়নি কারোর। তবে এবার খুলে গিয়েছে রাজ্যের স্কুল-কলেজ। পরীক্ষাও হবে আগের মতোই। সেই প্রেক্ষিতে কোভিড বিধি মেনে কী ভাবে পরীক্ষা, তার জন্য নির্দেশিকা দেওয়া হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। স্পষ্ট জানান হয়েছে, সমস্ত কোভিড বিধি মেনেই পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। পাশাপাশি বিধি মেনেই স্কুলগুলিকে পরীক্ষার আয়োজন করতে হবে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যে নির্দেশিকা প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, পারস্পরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বেঞ্চে দু’জন করে পরীক্ষার্থী…