20
Aug
সামনেই আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। এই ঢেউ থেকে বঙ্গবাসীকে সব রকম ভাবে রক্ষা করতে চান রাজ্য সরকার। এই উদ্যোগেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী নিজে। পরিস্থিতির খতিয়ান শুরু করেন শহরের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম পরিদর্শন করে। এ দিন প্রায় চার ঘণ্টা এসএসকেএমে ছিলেন তিনি। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা এবং টাটা মেডিক্যালের সঙ্গে হাত মিলিয়ে তৈরি হতে চলা ক্যান্সার কেয়ার সেন্টার নিয়েও খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, এসএসকেএমের অধিকর্তা এবং সিনিয়র চিকিৎসকরা ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাঁদের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন মমতা। এরপর বেরিয়ে যাওয়ার আগে তিনি বলেন, '‘স্বাস্থ্য আমার কাছে খুব…
