31
Oct
দেশে উৎপাদন যাত্রার ১০ বছর পূর্তি উপলক্ষে অ্যামওয়ে কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও মাইকেল নেলসন এই সপ্তাহে ভারত সফরে এসেছিলেন। যুক্তরাষ্ট্র ও চীনের পাশাপাশি ভারত এখন অ্যামওয়ের মাত্র তিনটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রের একটি - এই গুরুত্বপূর্ণ মাইলফলকটি অ্যামওয়ের বৈশ্বিক কার্যক্রমে ভারতের কৌশলগত গুরুত্বকে আরও একবার তুলে ধরেছে। এই মজবুত ভিত্তির ওপর ভর করে, কোম্পানিটি আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ১০০ কোটি টাকা (মার্কিন ডলার ১২ মিলিয়ন*) বিনিয়োগের পরিকল্পনা করেছে। এই বিনিয়োগের মাধ্যমে অ্যামওয়ে বিজনেস ওনার/বিতরণকারীদের সক্ষমতা আরও বৃদ্ধি করা, কোম্পানির শাখার উপস্থিতি মজবুত ও সম্প্রসারিত করা এবং গ্রাহক অভিজ্ঞতাকে আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। নেলসনের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে…
