29
Nov
বিমা গ্রাম API ভারতের গ্রামীণ এলাকায়বিমা ক্ষেত্রের প্রসারে এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা রাখছে বিমা সচেতনতা কমিটি (IAC-Life) । ভারতের বিমা নিয়ন্ত্রক সংস্থা বিমা নিয়ন্ত্রন ও বিকাশ কর্তৃপক্ষ (IRDAI)–র উদ্যোগে সম্প্রতি চালু হওয়া বিমা গ্রাম APIএকটি অগ্রগামী ডিজিটাল ব্যবস্থা- যার লক্ষ্য গ্রামীণ ভারতের বিমা কভারেজ সংক্রান্ত তথ্যকে আরও সহজ,নির্ভুল ও স্বচ্ছভাবে যাচাই করা। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC),পঞ্চায়েতি রাজ মন্ত্রক (MoPR),ডাক বিভাগের ডাক প্রযুক্তি উৎকর্ষকেন্দ্র (CEPT)এবং ভারতীয় বিমা তথ্য ব্যুরো(IIBI)–র যৌথ উদ্যোগে এই প্রযুক্তি তৈরি হয়েছে। বিমা গ্রাম APIএকটি ডেটাবেস ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API)–এর সমন্বয়ে গঠিত- যা পোস্টাল পিন কোডকে লোকাল গভর্নমেন্ট ডিরেক্টরি (LGD)–র কোডের সঙ্গে যুক্ত করে। ফলে…
