06
Jun
গত এক বছরের ৯,৫৯৯টি অভিযোগ এবং ৭,১৯৯টি বিজ্ঞাপন যাচাই-বাছাই করে, ২০২৪-২০২৫ সালের বার্ষিক অভিযোগ প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া (ASCI)। প্রতিবেদনে জানা গেছে যে কমপক্ষে, ৯৮% বিজ্ঞাপনেই কোনও না কোনও পরিবর্তনের প্রয়োজন ছিল। এই বছর, অফশোর বেটিং খাতে সবচেয়ে বেশি লঙ্ঘনকারী ঘটনা (৪৩%) ধরা পড়েছে। অন্যান্য ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে রিয়েল এস্টেট (২৪.৯%), পার্সোনাল কেয়ার (৫.৭%), স্বাস্থ্যসেবা (৫.২৩%) এবং খাদ্য ও পানীয় (৪.৬৯%)। এদিকে প্রক্রিয়াকৃত বিজ্ঞাপনের ১৪% জন্য ইনফ্লুয়েন্সার লঙ্ঘন দায়ী। এর মধ্যে অফশোর বেটিং প্ল্যাটফর্মের ৩০৮১টি বিজ্ঞাপন, ৩১৮টি ইনফ্লুয়েন্সার বিজ্ঞাপন, ২৩৩টি ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্ট লঙ্ঘনকারী বিজ্ঞাপন সহ ২১টি অ্যালকোহল ব্র্যান্ডের প্রচারকারী বিজ্ঞাপন এবং ১২টি অননুমোদিত…
