05
Jul
বছর ঘুরতে চললো তার প্রয়াণ দিবস। অবশেষে চলতি বছর তার মৃত্যুবার্ষিকীতে ঘোষণা হল তাঁর বায়োপিকের। গত বছর বলিউডের ডান্সিং জগতে অভিভাবকহীন করে চলে গিয়েছিলেন সরোজ খান। চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন বলিউডের প্রিয় মাস্টারজি। এই কিংবদন্তি কোরিওগ্রাফারের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে মাস্টারজির বায়োপিকের ঘোষণা সারল প্রযোজনা সংস্থা টি-সিরিজ। মৃত্যুবার্ষিকীতে বলিউড কোরিওগ্রাফারকে অভিনব শ্রদ্ধার্ঘ্য দিলেন টি-সিরিজ। ইতিমধ্যেই সরোজ খানের দুই সন্তান রাজু, সুকাইনা এবং দুই নাতনির (প্রয়াত কন্য হিনা খানের সন্তান) কাছ থেকে প্রয়াত কোরিওগ্রাফারের জীবনকাহিনি রুপোলি পর্দায় ফুটিয়ে তোলার অনুমতি নিয়েছেন প্রযোজক ভূষণ কুমার। সরোজ খানকে ভারতের প্রথম মহিলা কোরিওগ্রাফার হিসাবে চিহ্নিত করে ভূষণ কুমার জানান, তাঁর জীবনী পর্দায়…
