13
Aug
নবাব পরিবারে ফের এক নতুন অতিথির আগমনের সংবাদে চারপাশে এখন খুশির হাওয়া। সবে মাত্র অভিনেত্রী করিনা কাপুর সইফ আলিকে পাশে বসিয়ে সকলকে এই সুখবর দিয়েছেন যে তিনি ফের মা হতে চলেছেন এবং তৈমুর আলি খান হতে চলেছেন তাঁদের ভাবী সন্তানের বড় দাদা। অর্থাৎ এতদিন তাঁদের ছেলে তৈমুর আলি খান সবচেয়ে খুদে সদস্য ছিলো পরিবারের, এবার তার থেকেও খুদে কেউ আসতে চলেছে। করিনা কাপুর যে ফের গর্ভবতী হয়েছেন সেকথা শুধু মাত্র নবাব পরিবার এবং তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরাই জানতেন। খুব শিগগিরই লাল সিং চাড্ডার শুটিং শুরু করার কথা ছিলো করিনা কাপুরের। তারমধ্যেই এই সংবাদ। করিনা কাপুর এবং সইফ আলি খান বলেন, "আমরা আমাদের পরিবারে একজন নতুন সদস্যের আসার…