22
Sep
আসলে গাজর, ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে ভেজে রুটি খেতে বেশ ভালই লাগে। তবে এবার থেকে রুটি খেলে এভাবে বানান ভাজা। খেতেতো দারুণ হবেই সঙ্গে পেটও ভরবে।প্রায় সকলের বাড়িতেই এখন রুটি খাওয়া হয়। আর রুটির সঙ্গে সব তরকারি খেতে ভালো লাগে না। এমনকি একের অধিক তরকারিও রুটির সঙ্গে দরকার পড়ে না। রাতের রান্নায় ঝামেলা কারোরই ভাল লাগে না। বরং সহজে হয়ে যাবে এমন রেসিপিই সকলে খোঁজেন। রুটির সঙ্গে আলুভাজা, ডিমভাজা এসব খেতেই বেশ লাগে। এছাড়াও সহজে হয়ে যাবে এমন রেসিপিই সকলে খোঁজেন। তবে এবার থেকে রুটি খেলে এভাবে বানান আলু-ফুলকপি ভাজা। এতে খেতে তো দারুণ হবেই সেই সঙ্গে পেটও ভরবে। ভাবছেন…