06
May
একে গরম, তার উপর ঘন ঘন লোডশেডিং। গরমে এমনিতেই রাতে ঘুম হচ্ছে না। তার উপর মশার উপদ্রব। ধূপ কিংবা স্প্রে ব্যবহার করাই যায় মশা তাড়ানোর জন্য। কিন্তু এই সব রাসায়নিক দেওয়া জিনিস শরীরের জন্য ভাল নয়। আবার অনেকে ধূপ বা স্প্রে-র গন্ধই সহ্য করতে পারেন না। তাঁদের শ্বাস নিতে কষ্ট হয়। এই ধরনের জিনিস শিশুদের জন্যেও নিরাপদ নয়। তা হলে উপায়? গরমে মশার হাত থেকে রক্ষা পাবেন কী ভাবে? ১. কর্পূর: অনেকেরই কষ্ট হয় মশার ধূপের গন্ধে। তার বদলে ঘরে কর্পূর জ্বালাতে পারেন। কর্পূর জ্বালালে তেমন ধোঁয়াও হয় না ঘরে। যাঁদের শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে, কর্পূর নিরাপদ তাঁদের জন্যে। ২. পোশাক:…
