22
Aug
(১)সকালে সৃষ্টির কাছে হঠাৎ ফোন এলো। অপরিচিত নম্বর দেখে একটু ভ্রু কুঁচকে গেলো। তারপর ফোন টা ধরে," কে বলছেন?""আমি অগ্নিভ, চিনতে পারছ?""হ্যাঁ, সেই তো গতমাসে….তুমি হঠাৎ?""লক ডাউন হলো তো, অসুবিধা হচ্ছে কোনো?""হ্যাঁ, এমাসের বাড়ি ভাড়া দেওয়া এখনও বাকি, তুমি কেমন আছো, আমাদের আর অসুবিধা, জানোই তো সব, নতুন করে কি বলবো, যাকগে বলো ?""আগে বলো ছেলে কেমন আছে ?""ঠিকঠাক, কিন্তু তুমি এসব জিজ্ঞেস করছো?""ছেলের স্কুলের ফিস দিতেও তো সমস্যা হচ্ছে নাকি?""হ্যাঁ, বাট তুমি কি বলতে ফোন করেছ বলো তো ?, এখন কিন্তু কাজ বন্ধ।""জানি, তোমার অ্যাকাউন্ট নম্বর একটু পাঠাও তো, শোনো লক ডাউন যতদিন থাকবে চিন্তা করতে হবে না, আমি…
