08
Nov
অগ্নি নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরে। মঙ্গলবার দুপুরে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরের সামনে অগ্নি কান্ড ঠেকাতে কি কি সচেতনতা মূলক কর্মসূচি সকলের নেওয়া উচিত, তা স্বাস্থ্যকর্মী ছাড়াও উপস্থিত সাধারণ মানুষজনকে অবগত করেন তুফানগঞ্জ অগ্নি নির্বাপক কেন্দ্রের কর্মীরা। এদিন স্বাস্থ্য কর্মীদের সাথে বিদ্যুতিক অগ্নিকান্ড মোকাবিলা করতে কিভাবে অগ্নিকাণ্ডের উৎসস্থলে কার্বন ডাইঅক্সসাইড গ্যাসের এক্সটিনগুইসার ব্যবহার করতে হবে তা উপস্থিত সকল কে হাতে নাতে শেখান দমকল কর্মীরা। এছাড়াও হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকায় ছোটো ধরনের কোনো অগ্নি কান্ড ঘটলে কিভাবে এ বি সি গ্যাসের এক্সটিনগুইসারের সিলিন্ডার ব্যবহার করতে হবে, তাও হাতে নাতে স্বাস্থ্য কর্মীদের শেখান দমকল কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত…
