23
Jan
জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ী এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত চৌকি চানৈক্যতে একটি টাটা ম্যাজিক গাড়ি এবং ০৩টি গরু বাজেয়াপ্ত। ২২শে জানুয়ারী বিকেলে বিএসএফের গোয়েন্দা শাখা থেকে গরু পাচারের খবর আসে কোম্পানি কমান্ডার শ্রী মনোজ কুমার, সহকারী কমান্ড্যান্ট, সিওওয়াই-এর কোম্পানি কমান্ডারের কাছে। তৎক্ষণাৎ দুটি বিশেষ টহল দল গঠন করেন, একটি তার নিজস্ব কমান্ডারশিপে আরও ০২ জন এবং অন্যটি সাব ইন্সপেক্টর বিএস যাদব এবং জি প্রতিনিধি সহ আরও ০২ জন। ইউনিট ইন্সপেক্টর ইন্টেলিজেন্স এবং তার প্রতিনিধিকে নিয়ে। এসআই বিএস যাদবের একটি দল পায়ে হেঁটে সিংপাড়া গ্রামের পথ ধরে অগ্রসর হয় এবং কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অন্য দল গাড়িতে করে অগ্রসর হয়। প্রায় সাড়ে পাঁচটার…
