30
Nov
দু'জায়গায় দুটো গোখরো বিশাল আকার সাপ উদ্ধারে চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের চরেরবাড়ি এলাকা থেকে উদ্ধার হল একটি গোখরো সাপ। মঙ্গলবার ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য অমল রায় সাপটিকে উদ্ধার করেন। সাপটিকে নিরাপদে উদ্ধার করে লোকালয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বারোঘরিয়া গ্রামপঞ্চায়েতের অন্তর্গত বট তলা সংলগ্ন এলাকার এক জলের কারখানা থেকে উদ্ধার হয় প্রায় ৫ ফুট লম্বা বিষধর গোখরো সাপ। শ্রমিকেরা যখন রাতে কারখানাতে কাজ করছিলেন ঠিক সেই সময় সাপটি ঢুকে পরে। এতেই আতঙ্ক ছড়িয়ে পরে শ্রমিকদের মধ্যে। পরে পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের খবর দিলে তারা…
