21
May
বাড়িতে মাদক তৈরি করে পাচার। কোটি টাকার ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সহ মাটিগাড়ায় গ্রেপ্তার ৩। মঙ্গলবার এস ও জি ও মাটিগাড়া থানার পুলিশের যৌথ অভিযানে বিরাট সাফল্য। মাটিগাড়ার বানিয়াখারী এলাকায় একটি বাড়িতে অভিযান করে পুলিশ। অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে উদ্ধার হয় দুই কেজি ব্রাউন সুগার ও বিপুল পরিমাণ মাদক তৈরীর কাঁচামাল। এছাড়াও লক্ষাধিক টাকা নগদ উদ্ধার হয় ওই বাড়ি থেকে। ঘটনায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম ওয়াহিদুর শেখ, সোনম শাহ ও আব্দুল রফ মমিন। ধৃতদের মধ্যে ওয়াহিদুর ও সোনম স্বামী-স্ত্রী ওই বানিয়াখারির বাড়িতেই থাকতেন। অপরদিকে আব্দুল মালদার কালিয়াচকের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা…
