10
Feb
চলছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র থেকে কেউ হাসিমুখে, কেউবা ব্যাজার করে বেরোচ্ছেন পরীক্ষা দিয়ে। পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই চিন্তার ছাপ ছিল পরীক্ষার্থীদের মুখে, হবে নাই বা কেন? জীবনের প্রথম বড় ও বোর্ডের পরীক্ষা বলে কথা। একদিকে যেমন ছাত্র ছাত্রীদের মুখে ভয় ও চিন্তার ছাপ, ঠিক তেমনই চিন্তার ভাজ রয়েছে অভিভাবকদের মুখে। রেজাল্ট কি হবে,আদৌ ভালো জায়গায় পড়ার চান্স পাবে তো সন্তানেরা, এখান থেকেই তো শুরু। আর এই চিন্তিত মুখ নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন অভিভাবকরা। এবার সেই অভিভাবকদের পাশে শিলিগুড়ির রাকেশ। পরীক্ষা শুরু হওয়ার পর স্কুলের ত্রিসীমানাতেও থাকতে দেওয়া হচ্ছে না অভিভাবকদের।কড়া নিরাপত্তার মধ্যেই চলছে…
