27
Sep
আসন্ন উপনির্বাচনের প্রচারে ভবানীপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। উত্তপ্ত হয় এলাকা। প্রচারে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় সেখানে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে শারীরিকভাবে নিগ্রহ করেছে তৃণমূল বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে বিজেপি। আবার দিলীপের নিরাপত্তারক্ষীরা বন্দুক তুলে হুমকি দিয়েছে বলেও অভিযোগ উঠছে। সব মিলিয়ে চাঞ্চল্যকর অবস্থা ভবানীপুরে। ওদিকে ঘটনার পর ভবানীপুরে বাড়তি বাহিনী মোতায়েন করেছে কলকাতা পুলিশ। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে বিধানসভা উপ-নির্বাচন। তার আগে ভবানীপুরে অশান্তির ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল তারা। প্রচারে হস্তক্ষেপ করল নির্বাচন কমিশন। এদিন দিলীপ ঘোষ এলাকায় ঘুরে ঘুরে লিফ্লেট বিলি করছিলেন৷ সেই সময় তৃণমূল কংগ্রেসের একটি প্রচার অটো সেখান দিয়ে…
