05
Jul
কলকাতা: শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট এক নম্বরের কাছে যশোর রোডের উপর। রাস্তায় পড়ে থেকে মৃত্যু হল এক প্রৌঢ়ার। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই প্রৌঢ়া জ্বরে কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে যান। করোনা আতঙ্কের জেরে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসার সাহস দেখায়নি। পুলিস আসতে দেরি করেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। যদিও বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত পুলিসকর্মীদের এরকম পরিস্থিতি মোকাবিলার জন্য পিপিই কিট দেওয়া হয়েছে। তাই সেটা পরে যেতে যেটুকু সময় লেগেছে। দ্রুত প্রৌঢ়াকে উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিস আরও জানিয়েছে, প্রৌঢ়া ভবঘুরে। গোটা লকডাউনের সময় থেকেই তিনি ওই ফুটপাতের কাছেই…
