28
Mar
গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে একনাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই আভাস দেওয়া হয়েছিল হাওয়া অফিস থেকে। সেই অনুযায়ী, গতকাল সন্ধ্যের পর থেকে ঝড়ো হওয়া যেমন বয়েছে, রাতের দিকে বৃষ্টিও হয়েছে। এবার আবহাওয়া দফতর জানাল, আগামী বুধবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলেই পূর্বাভাস। জানা গিয়েছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ…
