23
Aug
এই মুহূর্তে চর্চায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ সেই অর্পিতা মুখোপাধ্যায়৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ এই অর্পিতা মুখোপাধ্যায়৷ বর্তমানে তাঁর ঠিকানা আলিপুর সেন্ট্রাল জেল৷ সেই অর্পিতাই এবার বিচারকের কাছে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি দিতে পারেন বলে সূত্রের খবর। তবে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেন ইডি-র আধিকারিকরা৷ অর্পিতার জবানবন্দি ঘিরে আইনি আলোচনা শুরু করেছে ইডি। কারণ, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতার স্বীকারোক্তি এই মামলায় কতটা প্রভাব ফেলবে তা জানতেই ইডির লিগ্যাল সেলের আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন…
