05
Jul
জল্পনা চলছিল চেয়ারম্যান পদ নিয়ে, জল্পনার মাঝেই প্রকাশ্যে এসছিল নাম। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব নিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপির প্রতীকে নির্বাচিত ওই বিধায়ক মুকুল রায়ের স্থলাভিষিক্ত হলেন। গত ২৮ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মুকুল রায় পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। এর পরে কৃষ্ণ কল্যাণীকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। তবে তাঁকে নিয়েও যে বিতর্ক সৃষ্টি হবে বলাই যায়। এখন দেখার বিজেপি কী অবস্থা নেয়। সম্প্রতি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য করা হয়েছিল কৃষ্ণ কল্যাণীকে। তখন থেকেই জল্পনা ছিল যে তিনি প্যাক চেয়ারম্যান হতে পারে। আজ…
