02
Sep
নদিয়ার হরিণঘাটা থানা এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রতিদিনের মতো এদিনও স্কুলে যাওয়ার আগে বাড়ির পাশের পুকুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিল চতুর্থ শ্রেণির ছাত্র পল্লব সরকার (১১)। কিন্তু সেই পুকুরই কেড়ে নিল তার প্রাণ। মঙ্গলবার সকালে মাদপুর আদর্শপাড়া এলাকার বাসিন্দা পল্লব তার বন্ধুদের সঙ্গে পুকুরে নামে। কিছুক্ষণের মধ্যেই সে জলে তলিয়ে যায়। পল্লবের বন্ধুরা দ্রুত স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা এসে অনেক খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে পল্লবকে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ হাসপাতালে আসে। জানা গেছে, পল্লব সাঁতার জানত এবং নিয়মিত ওই পুকুরে স্নান…
