জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। আগে যেখানে গরগর করে মুখস্ত করে পরীক্ষা দিয়ে খাতা ভরাতে হতো। এবার সেই পড়াশোনায় ভোল বদল করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
এবার থেকে স্কুল গুলি পড়াশুনো ও পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে চলেছে। বদলে যেতে পারে, পড়াশোনার পদ্ধতি। ফলে শুধু মুখস্ত করে পাশ করার থাকবে না তার বদলে ছাত্রছাত্রীরা বিষয়টি কতটা বুঝেছে এবং সেগুলো জীবনে আসলেও ব্যবহার করতে পারছেন কিনা সেই বিষয়টিও বোঝা যাবে।
এছাড়াও CBSE এই নতুন পরিকল্পনা একটি অভিনব পদ্ধতি। তারা পরীক্ষা মানেই যে পড়াশোনা শেষ সেটি বোঝাতে চাইছেন না। তারা বোঝাতে চাইছেন পরীক্ষা হবে শিক্ষার প্রয়োজনীয় অংশ। এখন থেকে দেখা হবে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষায় কিভাবে ব্যবহার করে। এছাড়াও NEP ২০২০ এই সুপারিশ অনুযায়ী মূল্যায়নের পদ্ধতি শিশুদের আরো ভালো করে পড়া বুঝাতে উৎসাহ দেবে।
