বদল আনা হলো পুরনো নিয়মে

বিগত বেশকিছুদিন ধরেই চলছিল জল্পনা, অবশেষে জারি হলো নির্দেশিকা। এবার গাড়ি পারমিট নিয়ে এবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহন দফতর। পারমিটকে প্রায় সব ক্ষেত্রে বাধ্যতামূলক করা হল। যার মধ্যে অন্যতম হলো যানবাহনের কর দিতে হলে পারমিট লাগবে।

নতুন পারমিট পেতে হলে নিম্নলিখিত নিয়মগুলি আপনাকে মানতে হবে।

১) নতুন পারমিট পেতে হলে অনলাইনেই আবেদন বাধ্যতামূলক।

২) আবেদনের দিন অর্থাৎ পেমেন্ট করার দিনটিকেই ‘আবেদনের তারিখ’ হিসেবে ধরা হবে।

৩) আগে আবেদনকারী আগে পাবেন ভিত্তিতে পারমিট দেওয়া হবে।

৪) বাস বা অটোর নির্দিষ্ট রুটের জন্য পারমিট চাওয়ার ক্ষেত্রে, খালি শূন্যস্থান দেখে ‘অফার লেটার’ দেওয়া হবে।

৫) অফার লেটারের মেয়াদ ছ’মাস, এই সময়ের মধ্যে গাড়ি নথিভুক্ত না হলে অফার বাতিল।

৬) পারমিটের মেয়াদ ফুরানোর ছয় মাসের মধ্যে নবীকরণ না করলে সেটি বাতিল বলে গণ্য হবে।