আবারও বাড়তে পারে ডিএ

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে নিজের কর্মীদের জন্য একের পর এক উপহার সাজিয়ে দিয়েছে মোদী সরকার।

রিপোর্ট অনুযায়ী, নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ ৪ শতাংশ বৃদ্ধি হতে পারে। আগে ৪২% মহার্ঘ ভাতা পেতেন তারা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৪৬%। বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার ওপর ভিত্তি করে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ বা তার বেশি হতে পারে।

আসন্ন লোকসভা নির্বাচন। মনে করা হচ্ছে, ভোটের আগেই কেন্দ্রীয় কর্মীদের মন খুশি করতে বাজেট অধিবেশনেই ডিএ নিয়ে মোদী সরকার বিরাট সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। ডিএ বৃদ্ধি পেলে এর সুবিধা পাবে ৪৮ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগীরা।

You May Also Like