রাজ্যে অতিভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি দক্ষিণবঙ্গে

0 min read

প্রায় বেশ কিছুদিন ধরেই ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। অন্যদিকে এই পরিস্থিতিতেই দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিনের একটানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা সবার।

অন্যদিকে পড়শি রাজ্য ঝাড়খন্ডে ক্রমাগত ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। মূলত সাতটি রাজ্যের অবস্থা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলির পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিবকে দ্রুত এই বৈঠক সেরে নেওয়ার আদেশ দেন। পরিস্থিতি যাতে প্রতিকূল অবস্থায় না যায় তাই আগে থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে নবান্নের পক্ষ থেকে। এমনকি বিশেষ নজর রাখতে বলা হয়েছে দুর্বল নদী বাঁধগুলির দিকেও।

You May Also Like