চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনায় আমূল বদল এসেছে। বার্ষিক পরীক্ষার বদলে ইতিমধ্যেই সেমিস্টার পদ্ধতি চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এবার বইয়ে কিউআর কোডের ব্যবহার শুরু হল। বহুদিন ধরেই সরকারি বইয়ের বেআইনি বিক্রির অভিযোগ আসছিল। অবশেষে তা রুখতে বড় পদক্ষেপ নিল সংসদ। দীর্ঘ অপেক্ষা শেষে জুন মাসের প্রথম সপ্তাহের পর রাজ্যের বিদ্যালগুলিতে সরকারি বই এসেছে। এর আগে অবধি অনলাইনে ডাউনলোড করা পিডিএফ থেকে পড়ছিলেন পড়ুয়ারা। তবে আগের বছর অবধি দেখা যাচ্ছিল, সরকারি বই খানিকটা এদিক ওদিক করে বইয়ের মার্কেটগুলিতে বিক্রি হচ্ছে।
সরকারের তরফ থেকে সেই বইগুলি বিনামূল্যে দেওয়া হলেও বইয়ের মার্কেট থেকে তা দাম দিয়ে কিনতে হতো। এর ফলে বহু শিক্ষার্থী ও অভিভাবকরা সমস্যায় পড়ছিলেন। এই পরিস্থিতিতে জালিয়াতি রুখতে সরকারের দেওয়া বইয়ে কিউআর কোডের ব্যবহার শুরু করা হল। এই কোড স্ক্যান করলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের লোগো থেকে বই বিষয়ক তথ্য দেখা যাবে। ফলে বোঝা যাবে সেটি আসল নাকি নকল।
