ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই বদলানো হয়েছে পরীক্ষার নিয়ম

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে পড়াশোনার ‘স্টাইল’। অফলাইনের পাশাপাশি অনলাইন পড়াশোনাতেও অভ্যস্ত হয়ে উঠছে ভারতের ছাত্রছাত্রীরা।

শীঘ্রই আবার জাতীয় শিক্ষা নীতিতে বছরে দু’বার ‘বোর্ড পরীক্ষা’র নিয়ম চালু হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ছাত্রছাত্রীদের কথা ভেবেই জাতীয় শিক্ষা নীতিতে বছরে দু’বার ‘বোর্ড পরীক্ষা’র নিয়ম শুরু হতে চলেছে। এই দুই পরীক্ষার মধ্যে পড়ুয়ারা যে পরীক্ষায় বেশি নম্বর পাবেন, সেটিই গ্রাহ্য করা হবে। ফলে একটি পরীক্ষা খারাপ হলেও আরেকটিতে ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে।

আগামী বছরের অ্যাকাডেমিক ইয়ার অনুযায়ী, সিবিএসই বছরে দু’বার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা নেবে। ধর্মেন্দ্র প্রধান বলেন, বছরভর স্কুলের পড়াশোনা, ক্লাস নিয়ে ব্যস্ত থাকে শিক্ষার্থীরা। এর মধ্যে রয়েছে পরীক্ষার চাপ। সেই জন্য পড়ুয়াদের চাপ কমাতেই বছরে দু’বারে বোর্ড পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।