এবার থেকে মুখ্যমন্ত্রীর বই থাকবে বিদ্যালয়গুলোতে

সংযোজন হলো নতুন কিছু, এবার থেকে শিক্ষার্থীরা পাবে নতুন কিছু। মুখ্যমন্ত্রীর লেখা বই এবার থেকে পড়বে স্কুলের ছাত্রছাত্রীরাও। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলির লাইব্রেরিতে রাখতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুলে বইয়ের তালিকাও পৌঁছে গিয়েছে। সেই তালিকায় ‘মা’ থেকে ‘কথাঞ্জলী’ সবই রয়েছে। শিক্ষা দফতরের তরফে জানা গিয়েছে, রাজ্যের সরকারি স্কুলগুলির গ্রন্থাগারে মোট ৫১৫ টি বই রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ টি বই রয়েছে মুখ্যমন্ত্রীর লেখা।

গ্রন্থাগারের জন্য ১ লক্ষ টাকা করে স্কুলগুলিকে দেওয়া হয়েছে। তারপরেই পাঠানো হয়েছে বইয়ের তালিকা। ধাপে ধাপে বিভিন্ন জেলায় স্কুলের গ্রন্থাগারগুলিতে মুখ্যমন্ত্রীর বই পাঠানো হবে। শুরু করা হবে উত্তরবঙ্গ এমনই খবর এসেছে বিকাশ ভবন সূত্রে।