কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, জানুয়ারিতে বাড়ছে ডিএ

বছরের শুরুতেই সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য। জানুয়ারি থেকেই আরও ২ শতাংশ বাড়ছে ডিএ ও ডিআর। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ ডিএ পেয়ে থাকেন। এবার তা বেড়ে হতে চলেছে ৬০ শতাংশ।কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সূত্রে জানা গেছে, ডিএ ঠিক করার সময় ব্যবহার করা হয় অল ইন্ডিয়া কনজিউমার্স প্রাইস ইনডেক্স। তাতে দেখা যাচ্ছে গত নভেম্বরে তা বেড়ে হয়েছে ১৪৮.২ ।

গত এক বছরের গড় মূল্যবৃদ্ধির ওপর ভিত্তি করেই এই ভাতা বা ডিএ নির্ধারণ করা হয়। অর্থাৎ, কোনো নির্দিষ্ট সময়ে ডিএ কতটা বাড়বে, তা ঠিক করার জন্য আগের টানা ১২ মাসের বাজারদরের গড় হিসাব বিবেচনা করা হয়।২০২৫ সালের জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, গ্রাফ বা পরিসংখ্যানটি ক্রমাগত উপরের দিকেই উঠছে। অর্থাৎ, মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।