সুখবর রেল যাত্রীদের জন্য

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। রেলযাত্রীদের জন্য বড় খবর। এবার থেকে এক অ্যাপে পাবেন সব সমস্যার সমাধান। ভারতীয় রেলওয়ে নিয়ে এসেছে রেল ওয়ান নামক একটি নতুন অ্যাপ।

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, এই রেল ওয়ান অ্যাপটির মাধ্যমে যেমন সংরক্ষিত, অসংরক্ষিত টিকিট বুকিংয়ের সুবিধা মিলবে। তেমনই এই অ্যাপটির মাধ্যমে, প্ল্যাটফর্ম টিকিট বুকিং করার সুবিধা মিলবে। এই অ্যাপের মাধ্যমে আপনি পাবেন রেলের সমস্ত আপডেট।

সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম এর তৈরী এই অ্যাপটি ভারতজুড়ে সমস্ত যাত্রীদের জন্য ট্রেনের ভ্রমনকে আরও সহজ করে তুলবে। পাশাপাশি PNR স্ট্যাটাস চেকিং থেকে শুরু করে ট্রেনের লাইভ স্ট্যাটাস সমস্ত কিছুই জানা যাবে এই অ্যাপ ও ওয়েবসাইট এর মাধ্যমে।