সংসদের তরফে মিলছে সুখবর

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশজুড়ে সম্প্রসারিত হচ্ছে রেলপথ। এমতাবস্থায়, দুর্গাপুর-বাঁকুড়া রেলপথের বিষয়ে বড় আপডেট সামনে এসেছে।

মূলত, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র তত্ত্বাবধানেই এই প্রকল্পের কাজে গতি এসেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বেলিয়াতোড়-দুর্গাপুর রেল লাইনের সমীক্ষার কাজ রেলওয়ে বোর্ড দ্বারা অনুমোদিত হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, DPR সংক্রান্ত কাজ করার ক্ষেত্রে ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে ৭০ লক্ষ টাকা।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই দুর্গাপুর এবং বাঁকুড়ার মধ্যে রেল যোগাযোগ সম্পন্ন করার লক্ষ্যে দাবি তোলা হয়েছে। প্রতিনিয়ত বিপুলসংখ্যক মানুষ কর্মসূত্রে দুর্গাপুর থেকে বাঁকুড়ায় আসেন। আবার ঠিক এর উল্টোটাও ঘটে। অর্থাৎ, বাঁকুড়া থেকেও প্রচুর মানুষ দুর্গাপুর যান। পাশাপাশি, পর্যটনের ক্ষেত্রেও এই রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।