সুখবর, বাড়তে পারে বেতন

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি নিয়ে টালবাহানা অব্যাহত রয়েছে রাজ্যে।

এরই মধ্যে পার্শ্ব-শিক্ষকদের নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। রাজ্যের কয়েক হাজার প্যারাটিচারদের জন্য সুখবর আসতে চলেছে। দাবি করা হচ্ছে, নয়া বেতন কাঠামোর ফলে প্রাইমারি প্যারাটিচারদের সম্ভাব্য বেতন বৃদ্ধি পেয়ে ৩৫ হাজার টাকায় পৌঁছে যেতে পারে।

একইভাবে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকে প্যারাটিচারদের বেতন বেড়ে হতে পারে ৪০ হাজার টাকা, যা সহকারী শিক্ষকদের শুরুর বেতনের প্রায় কাছাকাছি। যদিও এই সমস্ত বিষয়ে অফিসিয়ালি কোনো এখনও কোনও আপডেট মেলেনি। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে প্রায় ৪২ হাজার পার্শ্বশিক্ষক রয়েছেন বলে জানা গিয়েছে।