ভারত ইইউর ব্রাসেলস বৈঠকে সুষম এফটি এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) ব্রাসেলসে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা পুনরায় শুরু করেছে, যা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বাণিজ্য আলোচনায় নতুন গতি নিয়ে এসেছে। বৈঠকে উভয় পক্ষই নিয়মভিত্তিক বাণিজ্য ব্যবস্থা এবং পারস্পরিক আর্থিক সুফল নিশ্চিত করতে আধুনিক অর্থনৈতিক অংশীদারিত্বের গুরুত্বের ওপর জোর দেয়।


দুই দিনের সরকারি সফরে ইইউ সদর দপ্তরে থাকা কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল জানান, ভারত কৃষক ও ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প (এমএসএমই)-এর স্বার্থ রক্ষা করাকেই প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে। কর্মকর্তারা জানান, আলোচনায় বাজারে প্রবেশাধিকারের সুযোগ, টেকসই মানদণ্ড, বিনিয়োগ প্রবাহ এবং বাণিজ্য প্রতিবন্ধকতা হ্রাসের পাশাপাশি অভ্যন্তরীণ সংবেদনশীলতাকে রক্ষা করার বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সমঝোতার পথে মতপার্থক্য কমাতে আগামী মাসগুলোতে প্রযুক্তিগত আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।