এখনই অবসর নয়, বাড়ানো হলো কাজের মেয়াদ

সদ্যই অবসর নেওয়ার কথা থাকলেও নেওয়া হলো না অবসর। বাড়ানো হলো কাজের মেয়াদ। কেন্দ্রের তরফে সবুজ সঙ্কেত আসতেই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন, রাজ্যের মুখ্য সচিব পদে মেয়াদ আরও বাড়ল মনোজ পন্থের। অনুমোদন অনুযায়ী, আরো ছয় মাস মুখ্যসচিব পদে বহাল থাকবেন মনোজ পন্থ।

তাঁর কর্মজীবনের মেয়াদ যাতে আরো এক বছর বৃদ্ধি করা যায় তার জন্য আবেদন করা হয়েছিল কেন্দ্রের কাছে।

তবে কেন্দ্র এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করতে অনুমতি দেয়নি। এক বছর নয়, ছয় মাসের জন্য মেয়াদ বৃদ্ধির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় কর্মিবর্গ, জন অভিযোগ, পেনশন বিষয়ক মন্ত্রকের আন্ডার সেক্রেটারি ভূপেন্দ্র পাল সিং এই মর্মে চিঠি দেন নবান্নে। তারপরেই এসেছে সরকারি বিজ্ঞপ্তি। আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত মনোজ পন্থকেই মুখ্যসচিব পদে বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে।