দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রা নিয়েই আগ্রহ বেশি। সব বিধায়কদের নিজ নিজ এলাকায় রথযাত্রা উদযাপন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, রথযাত্রার দিন প্রত্যেক বিধায়ক নিজ নিজ বিধানসভা এলাকায় উপস্থিত থাকবেন। প্রত্যেক বিধানসভা এলাকায় রথযাত্রা পালন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘায় এ বছর প্রথম রথযাত্রা পালন করা হবে। প্রভু জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার রথ বেরোবে।
রথযাত্রার দিন দিঘায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকতে পারেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, অরূপ রায়, সুজিত বসুরা। অন্যদিকে উল্টো রথের সময় মন্ত্রী বিধায়কদের একটা বড় অংশ দিঘায় যেতে পারেন। এদিন বৈঠকে দিঘার জগন্নাথদেবের মন্দির, জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার ফ্রেমবন্দি ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
