বারংবার নির্দেশ সত্ত্বেও একই ভাবে চলছে কাজ, চব্বিশের লোকসভা নির্বাচনের পর থেকেই সরকারি জমি জবরদখল নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বেশ কিছু কড়া নির্দেশও দেন তিনি। এরপরেই বড় উদ্যোগ নিল নবান্ন।
গত জানুয়ারি মাসে মমতা স্পষ্ট বলেন, বেআইনি জবরদখল নিয়ে একটি নীতি বানাতে হবে। মন্ত্রী থেকে কাউন্সিলর, কেউ যদি ভাবেন নিজের স্বার্থে সরকারি জমি দিয়ে দেবেন, তাহলে কাউকে রেয়াত করা হবে না। আইন সবার জন্য এক, স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। এবার জানা গেল, নয়া উদ্যোগ নিয়েছে নবান্ন।
কোন জায়গায় সরকারের জমি রয়েছে, কতটা জমি রয়েছে, সরকারের কোন দফতরের সেই জমি, এবার সবাই সবটা জানতে পারবেন। ‘বাংলার ভূমি’ ওয়েবসাইটের মাধ্যমেই সরকারি জমির বিশদ তথ্য যে কেউ পেয়ে যাবেন। ফলে জমি ক্রয়ের সময় কেউ প্রতারণার শিকার হচ্ছে কিনা অথবা সরকারি জমির চরিত্র বদলে বিক্রি করা হচ্ছে কিনা সেটা ক্রেতারা সহজেই জানতে পারবেন।
