বদলে গেল নিয়ম, রাজ্যের শিক্ষকদের বদলির পোর্টাল নিয়ে বড় সিদ্ধান্ত। শিক্ষক বদলির অনলাইন প্রক্রিয়া আপাতত আরও ছ’মাস বন্ধ থাকছে বলে জানাল রাজ্য সরকার। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলির ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি হল।
জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। শিক্ষা দফতর জানিয়েছে, বিশেষ প্রশাসনিক পরিস্থিতি ও আইনি পরামর্শের ভিত্তিতে উৎসশ্রী পোর্টালের অনলাইন বদলির প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হচ্ছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তা বন্ধ থাকবে।
তবে অনলাইন পোর্টাল বন্ধ থাকলেও পারস্পরিক বদলি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার স্বাভাবিক নিয়মেই চলবে বলে স্পষ্ট করেছে রাজ্য। মিউচুয়াল বদলির প্রক্রিয়ায় বদলির আবেদন করা যাবে যথারীতি। নয়া নির্দেশিকায় ১৯৭৩-এর ধারা ১০৭ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্যপালের অনুমোদন রয়েছে বলে উল্লেখ রয়েছে।
