পর্ষদের তরফে জারি হলো নয়া নির্দেশিকা

আগামী বছরের শুরুতেই শুরু হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। ২০২৬ সালের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বড় আপডেট। পরীক্ষার্থীদের জন্য পর্ষদের তরফ থেকে পোর্টাল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদি রেজিস্ট্রেশনের সময় কোন ভুল বা অসঙ্গতি ধরা পড়ে। সে ক্ষেত্র পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হল। রেজিস্ট্রেশন এর সময় জমা দেওয়া তথ্য যাচাই করার সুযোগ পাবে পড়ুয়ারা।

পর্ষদের তরফ থেকে https://students.wbbsedata.com পোর্টাল চালু করল মধ্যশিক্ষা পর্ষদ। কারণ ২০২৬ সালে মাধ্যমিকের আগে আর কোন ধরনের ঝুঁকি নিতে নারাজ মধ্যশিক্ষা পর্ষদ। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু করা হল এই পোর্টাল।