পরীক্ষার্থীদের জন্য নয়া উদ্যোগ শিক্ষা সংসদের তরফে

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। সম্প্রতি নয়া ঘোষণা অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ৪টি সেমিস্টার দেন পড়ুয়ারা। আগামী সেপ্টেম্বর মাসে তৃতীয় সেমিস্টার শুরু হবে।

তার আগে অভিনব উদ্যোগের পথে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে শিক্ষা সংসদের বৈঠক হতে পারে। সেখানে দু’টি প্রস্তাব পেশ করা হবে। উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা অন্য বিদ্যালয়ে গিয়ে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে। ওএমআর শিটে মোট ৩৫ নম্বরের পরীক্ষা হবে।

এমসিকিউ পদ্ধতিতে সম্পূর্ণ পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। তবে রেজাল্ট বেরনোর আগে জানা যাবে ফলাফল! এমনই ব্যবস্থা চালু করার কথা ভাবনাচিন্তা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী সপ্তাহে শিক্ষা সংসদের বৈঠকে দু’টি প্রস্তাব পেশ করা হতে পারে।