ঘোষিত হলো নয়া নির্দেশ

বদলে গেল নিয়ম, ঘোষিত হলো নয়া নির্দেশ। দুপক্ষের সুবিধার জন্যই ঘোষিত হলো এই নয়া নির্দেশ। আপনি যদি ভাড়ায় থাকেন অথবা আপনার বাড়ি ভাড়া দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, সরকার ২০২৫ সাল থেকে সারা দেশে ভাড়া বাড়ির জন্য কঠোর নিয়ম কার্যকর করেছে।

বাড়িওয়ালা এবং ভাড়াটে উভয়ের স্বেচ্ছাচারিতা রোধ করার জন্য সরকার ‘নিউ রেন্ট রুলস ২০২৫’ চালু করেছে। যার মাধ্যমে এবার সবকিছু অনলাইনে, স্বচ্ছতার সঙ্গে এবং একটি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে। যেকোনও রেন্ট এগ্রিমেন্ট স্বাক্ষরের ৬০ দিনের মধ্যে এবার অনলাইনে রেজিস্ট্রার্ড করতে হবে। মূলত, এই পরিবর্তনের মাধ্যমে নোটারি করা নথিপত্রের যুগ শেষ।

অনলাইনে রেজিস্টার্ড করতে ব্যর্থ হলে ৫,০০০ টাকার জরিমানাও করা হবে। আসলে ‘নিউ রেন্ট রুলস ২০২৫’-এর মাধ্যমে জাল এগ্রিমেন্ট, পুরনো লেনদেন এবং নোটিশ ছাড়াই বাতিলকরণ এগুলি এড়ানো যাবে। নতুন রেন্ট কোর্ট এবং রেন্ট ট্রাইব্যুনাল ৬০ দিনের মধ্যে সমস্ত মামলা (উচ্ছেদ, ভাড়া পরিশোধ না করা, ক্ষতিপূরণ) নিষ্পত্তি করবে।