নয়া পরিকল্পনা রাজ্যের শাসক শিবিরে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ভিনরাজ্যে অত্যাচারের অভিযোগ ও নিরাপত্তার আশঙ্কায় নিজেরাই বাংলায় ফিরতে শুরু করেছেন বহু পরিযায়ী শ্রমিক।

রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড যে প্রক্রিয়ায় তাঁদের ফিরিয়ে আনার কাজ শুরু করেছিল, তার আগেই হরিয়ানা, রাজস্থান ও দিল্লির মতো রাজ্য থেকে উত্তর দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদের মতো জেলায় ফিরতে দেখা যাচ্ছে বাংলাভাষী শ্রমিকদের।

এই পরিস্থিতিকে সামনে রেখে সাংগঠনিক স্তরে দু’টি দিকেই নজর দিচ্ছে তৃণমূল। প্রথমত, ফেরা শ্রমিকদের বিকল্প কাজের বন্দোবস্ত এবং দ্বিতীয়ত, ভোটার তালিকায় তাঁদের নাম নিশ্চিত করা। কারণ, নির্বাচন কমিশনের ‘স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন’ ঘিরে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে।