যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার ইউপিআই এর মাধ্যমে পোস্ট অফিস থেকে নিমেষেই টাকা পাঠানো যাবে বিদেশে। ভারতের ডিজিটাল বিপ্লবের নতুন দিগন্ত খুলে গেল।
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ইউপিআই যুক্ত হতে চলেছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা ইউপিইউয়ের সঙ্গে, যার ফলে গোটা বিশ্বের ১৯২টি দেশ ভারতের এই প্রযুক্তির আওতায় চলে আসবে। দুবাইয়ে এই যুগান্তকারী প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
তিনি জানান, এটি কেবলমাত্র প্রযুক্তিগত চুক্তি নয়, বরং একটি সামাজিক চুক্তি, যা কোটি কোটি মানুষের জীবনে আর্থিক নিরাপত্তা আনবে। ইউপিআই -ইউপিইউ ইন্টিগ্রেশনের মাধ্যমে আন্তর্জাতিক রেমিট্যান্স বা টাকা পাঠানোর পদ্ধতিতে বিপ্লব ঘটবে। এখন থেকে বিশ্বের যেকোনও দেশ থেকে স্থানীয় পোস্ট অফিসের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই টাকা পাঠানো যাবে।
